সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

নৌকার মনোনয়ন দ্বন্দ্বে এমপি-চেয়ারম্যানরা

প্রকাশিত : ০৮:৩০ পূর্বাহ্ণ, ২৫ নভেম্বর ২০২৩ শনিবার ১০১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নৌকার দখল নিয়ে মুখোমুখি এমপি-চেয়ারম্যানরা। এই চিত্র বরিশালের অন্তত ১০ নির্বাচনি এলাকায়। কেবল জেলা-উপজেলা চেয়ারম্যান নয়, পৌর মেয়ররাও জড়াচ্ছেন এই বিবাদে। দলীয় মনোনয়ন ঘোষণার শেষ পর্যায়ে এসে যা বাড়ছে প্রতি মুহূর্তে। মনোনয়নের আশায় রাজধানীতে অবস্থান করা নেতাদের সঙ্গে আছেন অনুসারী-কর্মীরাও। প্রায় সবাই চেষ্টা করছেন পক্ষ ভারি করতে। সমর্থন প্রদর্শনের চেষ্টাও চলছে কেন্দ্রীয় কার্যালয়ে। যদিও এই নিয়ে মাথাব্যথা নেই কেন্দ্রীয় নেতাদের। পুরো বিষয়টিকে গণতন্ত্রের উত্তরণ আর ভোটের উৎসব হিসাবে দেখছেন তারা। যত বিরোধই থাকুক, ভোটের মাঠে নৌকার পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবে এমনই বিশ্বাস তাদের।

বরিশালের অন্তত ১০ নির্বাচনি এলাকায় বর্তমান এমপিদের হটিয়ে মনোনয়ন পেতে চাইছেন মেয়র-চেয়ারম্যানরা। কেবল চাওয়া নয়, মরিয়া হয়ে কেন্দ্রে লবিং-তদবিরও করছেন তারা। এমন অন্তত ২০ জন আছেন যারা ইতোমধ্যে নৌকা পেতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন কেন্দ্রে। বৃহস্পতিবার ঢাকায় সভা হয়েছে মনোনয়ন বোর্ডের। প্রথম দিনে চূড়ান্ত হয়েছে রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন তালিকা। শুক্রবার আবারও বৈঠকে বসে বোর্ড। বিভাগওয়ারি মনোনয়ন চূড়ান্ত হলেও তা প্রকাশ করছে না দল। সব বিভাগের সিদ্ধান্ত সম্পন্ন হওয়ার পর একযোগে ঘোষণা করা হবে। সংবাদমাধ্যমে এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধারণা করা হচ্ছে, রোববারের মধ্যেই জানা যাবে সব। ক্ষমতাসীন দল যখন এভাবে এগুচ্ছে নির্বাচনি প্রক্রিয়ায়, ঠিক তখনই এমপি আর মেয়র-চেয়ারম্যানদের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। নেতার অনুসারী-কর্মীরা বিভক্ত নানা গ্রুপ-উপ গ্রুপে। দুপক্ষের এই দ্বন্দ্বের প্রশ্নে সবচেয়ে বেশি আলোচিত এলাকা পটুয়াখালী-২। একটিমাত্র উপজেলা বাউফল নিয়ে গঠিত এই আসনের এমপি সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ। তিনি ছাড়াও মনোনয়ন দৌড়ে আছেন উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েল। যদিও তাদের মধ্যে জটিলতায় আছেন মোতালেব। সম্প্রতি ফেসবুকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে বেকায়দায় আছেন তিনি। স্থানীয় রাজনীতিতে মেয়র জুয়েলকে দেখা হয় এমপি ফিরোজের বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক বলেন, ‘রাজনীতিতে বিরোধিতা আর ভোটের মাঠ এক নয়। জীবনের প্রথম নির্বাচনে স্বতন্ত্র হিসাবে জিতেছিলেন ফিরোজ। টানা ৭ বার এমপি হওয়া মুখের কথা নয়। ভোটের মাঠে এখনো অপ্রতিদ্বন্দ্বী তিনি।’

মেয়র জুয়েল বলেন, ‘তার (ফিরোজ) দেওয়া প্রার্থীকে হারিয়ে আমিও স্বতন্ত্র হিসাবেই প্রথম মেয়র হয়েছি।’

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে মনোনয়ন দ্বন্দ্ব চলছে স্থানীয় এমপি-মেয়র ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে। এখানকার বর্তমান এমপি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট রেজাউল করিম। তার আসনে মনোনয়নের আবেদন জমা দিয়েছেন পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক ও তার ভাই সদর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান খালেক। শেষোক্ত দুজনের মধ্যে অবশ্য মালেকই মাঠে বেশি সক্রিয়। এই দুজনের বড় ভাই সাবেক এমপি আউয়াল এবং ছোট ভাই চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মশিউর মহারাজও এখানে চাইছেন মনোনয়ন।

দলীয় মনোনয়ন চাওয়া প্রশ্নে মেয়র মালেক বলেন, ‘এখানে দল চালানো থেকে শুরু করে সংগঠন শক্তিশালী করেছে কে খোঁজ নিয়ে দেখুন। মাঠে-ময়দানে কাজ করব আমরা আর মোয়া খাবে অন্য কেউ, এটা কতদিন মানব?’

জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আক্তারুজ্জামান ফুলু বলেন, ‘একই পরিবারে জেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান। এখন আবার তাদের এমপিও লাগবে। এটা তো গণতন্ত্র হতে পারে না। জননেত্রী শেখ হাসিনা যা করবেন তা বুঝেশুনেই করবেন।’

পটুয়াখালী-২ ও পিরোজপুর-১’র মতো বরিশালের আরও কয়েকটি এলাকায় চলছে এমপিদের সঙ্গে মেয়র-চেয়ারম্যানদের মনোনয়ন বিরোধ। চূড়ান্ত পর্যায়ে এসে যা নিয়ে এখন দেখা দিয়েছে শঙ্কা। পটুয়াখালী-৩’র বর্তমান এমপি শাহজাদা সাজুর সঙ্গে মনোনয়ন লড়াইয়ে আছেন দশমিনার উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজ ও গলাচিপা পৌরসভার মেয়র আহসান উল হক তুহিন। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে এমপি শাহে আলমের আসনে মনোনয়ন চাইছেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক। বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে লড়ছেন জেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ ও বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বর্তমান এমপি মহাজোটের শরিক জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু। এই আসনে নৌকা চাইছেন মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু ও বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।

এ ছাড়া শওকত হাচানুর রহমান রিমন এমপির নির্বাচনি এলাকা বরগুনা-২’এ বেতাগীর পৌর মেয়র গোলাম কবির, মহাজোটের শরিক জাতীয় পার্টির এমপি নাসরিন জাহান রত্নার বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাকেরগঞ্জের উপজেলা চেয়ারম্যান লোকমান হোসেন ডাকুয়া, মুহিববুর রহমান মুহিব এমপির পটুয়াখালী-৪ আসনে কলাপাড়ার উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপির বরিশাল-৫ আসনে সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু চাইছেন দলীয় মনোনয়ন।

তবে এসব আসনের নেতাদের সঙ্গে আলাপ করে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে, মনোনয়ন পাওয়ার লক্ষ্যে মাঠে নামলেও তারা কেউই প্রকারান্তরে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যাবেন না। দল যাকে নৌকা দেবে তার পক্ষেই কাজ করবেন সবাই।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT