অবরোধের সমর্থনে মগবাজারে ছাত্রদলের মশাল মিছিল
প্রকাশিত : ০৮:২৩ পূর্বাহ্ণ, ৮ নভেম্বর ২০২৩ বুধবার ১১০ বার পঠিত
বিএনপিসহ সমমনা দল ও জোটের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার সন্ধ্যায় মগবাজার মোড় থেকে মগবাজার রেলক্রসিং অভিমুখে ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। মিছিলে কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকার বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা দীর্ঘক্ষণ রাস্তায় আগুন জ্বালিয়ে অবস্থান করায় প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে পুলিশ এসে পানি ঢেলে মশালগুলো নিভিয়ে এবং মশালগুলো রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, মিছিলের শুরুতেই পেছন থেকে পুলিশ হামলা চালায়। তা সত্ত্বেও প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে মশাল মিছিল করা হয়েছে।
মশাল মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, ক্ষমতাসীন ভোটচোর সরকারের দিন শেষ। তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। এবার শুধু জাতীয়তাবাদী শক্তি নয়, পুরো দেশের জনগণ তাদের অস্তিত্ব রক্ষায় আন্দোলনে শরীক হয়েছেন। আর কয়েকটা দিন বাকি আছে। ক্ষমতার মসনদ তাদের ছাড়াতেই হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।