বুধবার ০৫ নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে ফখরুল, তাকে দেওয়া ইসির চিঠি গ্রহণ করবেন কে?

প্রকাশিত : ০৮:৫২ পূর্বাহ্ণ, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১২৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর ফের দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য অন্য নিবন্ধিত দলের পাশাপাশি বিএনপিকেও আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে ইসি। তবে এ চিঠি কে গ্রহণ করবেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে দলটির মধ্যে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে। দলীয় কার্যালয় তালাবদ্ধ, এখন চিঠি কোথায় পাঠানো হয় বা কে গ্রহণ করবেন জানি না।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গত ২৮ অক্টোবর সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তালাবদ্ধ রয়েছে। গত দুইদিন সেখানে ক্রাইম সিনের বেস্টনি থাকলেও তা পরে প্রত্যাহার করা হয়। তবে পুলিশি প্রহরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রয়েছে। অন্যদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাবন্দি।

এ পরিস্থিতিতে ইসির চিঠি কোথায় পৌঁছানো সম্ভব বা কে গ্রহণ করবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT