সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

ইতোমধ্যে শুরু হয়ে গেছে: শামীম ওসমান

প্রকাশিত : ০৮:৫০ পূর্বাহ্ণ, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১১৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপিকে কেউ নির্বাচনে ডেকে নিয়ে আসবে না। তারা নিজেরাই নাকে খত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।

নারায়ণগঞ্জের স্টেডিয়াম এলাকায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ৪ নভেম্বর আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশের ইস্যুতে বুধবার বিকালে প্রস্তুতি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, বিএনপির মতো একটি দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব (রুহুল কবির রিজভী) আসেন হরতাল করতে, সঙ্গে নেতাকর্মী মিলিয়ে মোট ৮-১০ জন। পাগলও যদি দাঁড়িয়ে কথা বলে, সেটা শুনতে ১০ জনের বেশি লোক হবে। রিজভী সাহেব কেন্দ্রীয় নেতা, আট-দশজন লোক নিয়ে টায়ারে আগুন লাগিয়ে হরতালের উদ্বোধন ঘোষণা করলেন। তাদের হরতাল তো সবাই বয়কট করেছে, এটা আসলে হরতালের উদ্বোধন নয়। এটা ছিল সেই ২০১৪-১৫ সালের মতো আগুন সন্ত্রাসের উদ্বোধন।

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করাতে দেশ-বিদেশ থেকে তাদের (বিএনপি) হয়ে অনুরোধ করানো হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপির কোনো খোঁজও থাকবে না। এমন হতে পারে দেশ-বিদেশের বিভিন্ন শক্তি দিয়ে অনুরোধ করানো হবে বিএনপিকে ডাকেন। ওদের ইজ্জত থাকে না, না ডাকলে আসে কেমন করে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা ওদের ডাকব না। আমাদের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যে দিন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন আলোচনায় বসবেন; আমরা সেদিন ওদের ডাকব।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দীন প্রধানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT