গুলিস্তানে আ. লীগের শান্তি সমাবেশ লোকারণ্য
প্রকাশিত : ০৫:১২ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার ১০৯ বার পঠিত
রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে। বুধবার বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হয়। দুপুরের পর থেকে সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে উঠে।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে এ সমাবেশ হচ্ছে।
এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগের দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে জিরো পয়েন্ট, গুলিস্তান, স্টেডিয়াম এলাকা লোকারণ্য হয়ে গেছে।
একই দিনে রাজধানীর নয়াপল্টনে জনসমাবেশ করছে বিএনপি। কাকরাইল মসজিদ থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত হয়েছে তাদের সমাবেশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।