বর্তমান ব্যবস্থায় একটি নিরপেক্ষ নির্বাচন কঠিন: মুজিবুল হক চুন্নু
প্রকাশিত : ০৯:৪৫ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১১০ বার পঠিত
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, বর্তমান ব্যবস্থায় একটি নিরপেক্ষ নির্বাচন কঠিন। এজন্য আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদের সব দলকে নিয়ে বসার আহবান জানিয়েছেন। এ সময় তিনি বেশ কয়েকটি দেশের উদাহরণ দিয়ে জাতীয় সংসদে আনুপাতিক হারে এমপি নির্বাচনের স্বপক্ষেও বক্তব্য তুলে ধরেন।
বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের করিমগঞ্জে এক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি আরও বলেন, পরিস্থিতি সৃষ্টি হলে বর্তমান সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আর ভিসা নিষেধাজ্ঞা আমেরিকা সরকারের নিজস্ব পলিসি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনেই দলীয় মনোনয়ন দেওয়ার প্রস্তুতি নিয়ে এগুচ্ছে। তবে জাতীয় পার্টি কার সঙ্গে থাকবে, কার সঙ্গে যাবে- সেটি নির্বাচনের আগে জনগণের মনোভাব দেখেই সিদ্ধান্ত নেবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।