ভোটের দিন মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পেল সাংবাদিকরা
প্রকাশিত : ১০:১০ অপরাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার ১০৭ বার পঠিত
নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, নির্বাচনের সময় শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।
গত এপ্রিলে সাংবাদিক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন ভোটে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর থেকেই সাংবাদিকরা এর বিরুদ্ধে ক্ষোভ জানায়।
এর আগে ২৫ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ নীতিমালা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞায় পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























