সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

নির্বাচনের আগেই নেতাকর্মীর মুক্তি চায় হেফাজত

প্রকাশিত : ০৯:০২ পূর্বাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার ১১২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতীয় নির্বাচনের আগেই নেতাকর্মীসহ আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। একইসঙ্গে দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পর বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় প্রথম আমেলা বৈঠক ও পরিচিতি সভায় এ দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকার না থাকায় দেশ আজ মহাসংকটে। তারা জনগণের দাবি-দাওয়া ও প্রতিবাদ তোয়াক্কা করছে না। নির্বাচনের আগেই হেফাজত নেতা মামুনুল হক, মুনির হোসাইন কাসেমী, মাহমুদ গুনবীসহ কারাবন্দিদের মুক্তি দিন। অন্যথায় কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে, দায় সরকারকেই নিতে হবে।’

তিনি বলেন, ‘২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে হেফাজতের ওপর গণহত্যা চালানো হয়। অথচ এখন সরকার বলছে, ওই রাতে কেউই মারা যায়নি। আমি ও তৎকালীন আমির শাহ আহমদ শফী লাশ দেখে অঝোরে কেঁদেছি। আলেম সমাজের কথা বলার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নাগরিক হিসেবে আমরা স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার চাই।’

সভায় আরও উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব সাজেদুর রহমান, সিনিয়র নায়েবে আমির খলিলুর আহমাদ কাসেমী, নায়েবে আমির মাহফুজুল হক, সালাহ উদ্দিন নানুপুরী, জসিম উদ্দিন, আবদুল আউয়াল, আহমদ আব্দুল কাদের, সরোয়ার কামাল আজিজী, জুনায়েদ আল হাবীব, মহিউদ্দিন রাব্বানী, খুরশিদ আলম কাসেমী, আব্দুল কুদ্দুস কাসেমী, হাবীবুর রহমান কাসেমী, মোবারক উল্লাহ, সাখাওয়াত হোসাইন, ফজলুল করিম কাসেমী, আশরাফ আলী নিজামপুরী, আজিজুল হক ইসলামাবাদী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হারুন ইজহার প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT