সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

আ.লীগ এবার দাঁতভাঙা জবাব দিবে : কামরুল ইসলাম

প্রকাশিত : ০৬:০৫ অপরাহ্ণ, ৩০ আগস্ট ২০২৩ বুধবার ১১০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপি-জামাত নির্বাচন প্রতিরোধ করতে এলে আওয়ামী লীগ এবার দাঁতভাঙা জবাব দিবে বলে হুশিয়ারী করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

বুধবার (৩০ আগস্ট) সকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের আয়োজিত এক শোকসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, নির্বাচন প্রতিরোধের নামে বাস, রেললাইন জ্বালিয়ে পুরো দেশে অরাজকতা সৃষ্টি করেছে তারা। যেই হাত আগুন দিতে আসবে সেই হাত পুড়িয়ে দেয়া হবে, যেই হাত আঘাত করতে আসবে সেই হাত ভেঙ্গে দেয়া হবে। তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাযজ্ঞ ছিল ’৭৫- এর ১৫ আগস্ট। বিশ্বের কেউ এমন হত্যাযজ্ঞ কখনও দেখেনি। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান। শুধু তাই না, ৭ মার্চের ভাষণ এই দেশে নিষিদ্ধ করা হয়েছিল। শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে তারেক জিয়া।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, বিএনপি বলছে আগামী সেপ্টেম্বরে চূড়ান্ত আন্দোলন করবে। ‘তাদের চূড়ান্ত আন্দোলন মানে জঙ্গিবাদের উত্থান এবং সহিংসতা।’ বিএনপি দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে বিদেশিদের কাছে আশানুরূপ সাড়া না পেয়ে তারা ব্যর্থ হয়েছে। এখন দেশে সেপ্টেম্বর-অক্টোবরে আবারও সন্ত্রাস করতে চায় তারা।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মনির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগে সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহসভাপতি শফিউল আজম খান বারকু, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শাহাবুদ্দিন শাহা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়ামিন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ জিলহজ্ব প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT