মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যে নয়: ডিবি

প্রকাশিত : ০৮:১০ পূর্বাহ্ণ, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার ১১৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

­সম্প্রতি ছাত্রদলের সাত নেতাকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। এ বিষয়ে বিএনপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশে ছাত্রদল নেতাদের অস্ত্র দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে নয়, অস্ত্র-গুলিসহ সাত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যে ১১টি অস্ত্র কেনার জন্য অস্ত্র ব্যবসায়ীদের কাছে অর্ডার করেছেন, সেটি প্রমাণিত।’

গত ১৮ আগস্ট রাজধানীর আজিমপুর থেকে ছাত্রদলের ছয় নেতা নিখোঁজ হন। পরদিন চারটি অস্ত্রসহ তাদের গ্রেপ্তার দেখায় ডিবি। এ ছাড়া ডিবি ২২ আগস্ট কলাবাগানের হাতিরপুল থেকে ছাত্রদলের সহসভাপতি আবুল হাসান চৌধুরীকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানায়। এ বিষয়ে গতকাল ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, ‘ডিবি অস্ত্রধারী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এটা চলমান থাকবে। অস্ত্রধারীরা কোনো দলের হতে পারে না।’ অস্ত্র উদ্ধারের ঘটনায় ছাত্রদলের ওই সাত নেতাকে দলীয়ভাবে বহিষ্কার করা উচিত বলে মনে করেন তিনি।

হারুন অর রশীদের দাবি, গ্রেপ্তারকৃতরা ফেসবুকে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথোপকথন হয়েছে। অস্ত্র কোথায় ব্যবহার হবে, সেই তথ্যও ডিবির কাছে রয়েছে। মাসুম নামে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল দখলে অস্ত্র ব্যবহার করা হবে।

রাজনৈতিক দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা উদ্দেশ্য নয় দাবি করে ডিবিপ্রধান বলেন, অনেকেই বলার চেষ্টা করছেন, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক নেতাকর্মীকে হয়রানির উদ্দেশ্যে অভিযান পরিচালনা হচ্ছে। এটা রাজনৈতিক কথাবার্তা। আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT