মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টে টম ল্যান্টস কমিশনের ইচ্ছাকৃত অপচেষ্টা: ঢাকা

প্রকাশিত : ১০:৪৬ অপরাহ্ণ, ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার ১০০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশনের শুনানিকে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের ইচ্ছাকৃত চেষ্টা বলে অভিহিত করেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কয়েকজন প্যানেল আলোচক বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অপ্রমাণিত তথ্য দিয়েছেন বলে বিশ্বাস করার যথেষ্ঠ কারণ রয়েছে।

টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন গত ১৫ আগস্ট ভার্চুয়াল পদ্ধতিতে জুমের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে একটি শুনানি করেছে। শুনানিতে কোনো কোনো প্যানেল আলোচক বাংলাদেশের বিরুদ্ধে আরও স্যাংশন (নিষেধাজ্ঞা) আরোপের প্রস্তাব করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই শুনানি সম্পর্কে এক বিবৃতিতে আরও বলেছে, ‘২০২৩ সালের ১৫ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে কোনো কোনো মিডিয়ার রিপোর্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি যাচাই করে জানা যায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এমন কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গত ১৫ আগস্ট টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন জুমের মাধ্যমে একটি ব্রিফিং সেশন করেছে। এতে চারজন প্যানেল আলোচক ছিলেন। তাদের কেউই কংগ্রেসম্যান নন। ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবসে এমন শুনানি অনুষ্ঠানের কারণে আয়োজকদের ভূমিকা নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন তুলেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT