ভাংচুর মামলায় খালাস ছাত্রদলের সাবেক সভাপতি-সম্পাদক
প্রকাশিত : ০৬:১৬ পূর্বাহ্ণ, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার ১১৭ বার পঠিত
১০ বছর আগে ঢাকায় গাড়ি ভাংচুর ও অটোরিকশায় অগ্নিসংযোগের মামলায় খালাস পেয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের দেওয়া রায়ে জুয়েল ও হাবিবের পাশাপাশি বিএনপির ১৮ জনকে খালাস দেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে বলে জানান আদালতের পেশকার আতিকুর রহমান।
২০১৩ সালের ১২ মার্চ বিএনপির হরতালের মধ্যে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে গাড়ি ভাংচুর ও অটোরিকশায় আগুন ধরানো হয়। সেই ঘটনায় রমনা থানার এসআই হানিফ বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৮ জুন ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।