মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইসির খসড়া প্রকাশ ভোটকেন্দ্র বাড়ছে ৫ শতাংশের বেশি

প্রকাশিত : ০৫:০৭ পূর্বাহ্ণ, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার ১১৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একাদশ সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল মোট ৪০ হাজার ১৮৩টি। এদিন প্রকাশিত ইসির খসড়া সমন্বিত তালিকা অনুযায়ী, এবার ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৪২ হাজার ৪০০টিতে। অর্থাৎ এবার ভোটকেন্দ্র বাড়ছে দুই সহশ্রাধিক বা ৫ শতাংশের বেশি।

জানা গেছে, স্থানীয় পর্যায়ে দাবি-আপত্তির জন্য ভোটকেন্দ্রের এ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। যা কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা হয়েছে ইসি সচিবালয় থেকে। কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার সংখ্যা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় ব্যক্তিদের চাহিদার প্রেক্ষিতে ভোটকেন্দ্র বাড়ছে। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে এই সংখ্যা কম-বেশি হতে পারে।

ভোটকেন্দ্র বাড়ার পাশাপাশি ভোট কক্ষও বাড়ছে। গত নির্বাচনের সময় মোট ভোট কক্ষ ছিল দুই লাখ ৭ হাজার ৩৯৯টি। এবার তা বেড়ে দুই লাখ ৬১ হাজার ৫০০ হতে পারে। অবশ্য সমন্বিত তালিকা অনুযায়ী ভোট কক্ষের সংখ্যায় কিছু হেরফের হতে পারে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

জানা গেছে, ইসির ১০টি অঞ্চলের মধ্যে এবার কুমিলêা অঞ্চলে কেন্দ্র বাড়ছে বেশি। এ অঞ্চলে ১০ শতাংশ কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে। কুমিল্লা অঞ্চলে একাদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪ হাজার ২৯৪টি। এবার তা বেড়ে ৪ হাজার ৭০০টি হতে পারে। সবচেয়ে কম কেন্দ্র বাড়ছে সিলেট অঞ্চলে। সেখানে একাদশের দুই হাজার ৮০৫টি কেন্দ্র থেকে কমে হচ্ছে দুই হাজার ৮০০টি। প্রকাশিত খসড়া কেন্দ্রের উপর দাবি-আপত্তির নেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট। এসব দাবি-আপত্তি নিস্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হওয়ার পর আইন-বিধি অনুযায়ী ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ রয়েছে যতদূর সম্ভব কেন্দ্র কমানোর।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT