আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাঈদীর মৃত্যুর পর বগুড়ায় সতর্ক পুলিশ
প্রকাশিত : ০৫:০৯ পূর্বাহ্ণ, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার ১২১ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর বগুড়ায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। সোমবার রাত পৌনে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোস্তাফিজ হাসানের নেতৃত্বে অর্ধশত সদস্য শহরে সাতমাথায় অবস্থান নিয়েছে।
এর আগে বগুড়া সদর থানা পুলিশের একটি দল শহর এলাকায় বসা ভ্রাম্যমাণ খাবার দোকানসহ ফুটপাতে বসা সবরকম দোকানপাট বন্ধ করে দেয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, বগুড়া শহরের সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়ন করা আছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড রায় ঘোষণার পর পুরো বগুড়া জুড়ে তাণ্ডব চালায় জামায়াত শিবির। বগুড়ার বিভিন্ন উপজেলায় পুলিশের থানা, ফাঁড়িসহ সরকারি নানা স্থাপনায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে সেই সময় বগুড়ায় অন্তত ৭ জন নিহত হয়েছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।