মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সুলতানা জেসমিনের মৃত্যু: উচ্চ আদালতে তদন্ত প্রতিবেদন জমা আজ

প্রকাশিত : ০৯:২৮ পূর্বাহ্ণ, ১৪ আগস্ট ২০২৩ সোমবার ১০৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

র‌্যাব হেফাজতে নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিন নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেওয়ার কথা আজ। পূর্বনির্ধারিত তারিখে এ প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে। জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান বলেন, আমরা পূর্ণাঙ্গ একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছি। আশা করছি আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে রিপোর্ট পেশ করতে পারব। তিনি এর চেয়ে বেশিকিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

নওগাঁ ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে ৩ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের (সমন্বয় ও সংস্কার) নেতৃত্বে ৮ সদস্যের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। উচ্চ আদালতের নির্দেশে ওই কমিটি গঠন করা হয়। এর আগে ৫ মার্চ সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় জুডিশিয়াল ইনকোয়ারি চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। ওই রিটের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ সচিবকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিতে নওগাঁর জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও অন্তর্ভুক্ত করতে বলা হয়।

আদালতের আদেশের কপি পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ ৩ এপ্রিল উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খানকে কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া হাইকোর্টের নির্দেশ মোতাবেক কমিটিতে নওগাঁর জেলা ও দায়রা জজ এবং নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন করে দুজন প্রতিনিধি, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নওগাঁর সিভিল সার্জনকে কমিটির সদস্য করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT