মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‘জঙ্গি হামলার তথ্য না থাকলেও অতীত অভিজ্ঞতা ভুলে যাইনি, প্রস্তুত আছি’

প্রকাশিত : ০৯:০৩ অপরাহ্ণ, ২৮ জুন ২০২৩ বুধবার ১০৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মুসল্লিদের জন্য থাকছে কয়েক স্তরের নিরাপত্তা।জঙ্গি হামলার শঙ্কা নেই। তবে অতীত অভিজ্ঞতার আলোকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় ঈদগাদে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, ঈদের সময় ফাঁকা রাজধানীর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। পাড়া-মহল্লায় বাড়ানো হয়েছে নজরদারি।

গত একমাসে পেশাদার অপরাধীদের গ্রেফতার করায় চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনার সম্ভাবনা কম বলে দাবি করেন তিনি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। কিন্তু আমরা অতীত অভিজ্ঞতা ভুলে যাইনি, জঙ্গি হামলা মোকাবিলার জন্য জনগণের নিরাপত্তা বিধানে আমরা প্রস্তুত। আমরা কয়েক স্তরে পুলিশি ব্যবস্থা রেখেছি, সিসি ক্যামেরা সচল রেখেছি। বাড়িঘরের সিকিউরিটি গার্ডদের সঙ্গে আমাদের মোবাইল গ্রুপগুলোর সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। কোনো প্রয়োজনে পুলিশকে বা ৯৯৯-এ ফোন করা যাবে। সেক্ষেত্রে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।

অন্যদিকে জাতীয় ঈদগাহ পরিদর্শন করে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, সারা দেশে ঈদ জামাতের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT