মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আগে হচ্ছে না নতুন দলের নিবন্ধন

প্রকাশিত : ০৬:২৯ পূর্বাহ্ণ, ১৯ জুন ২০২৩ সোমবার ১৫১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঈদের আগে নতুন দলের নিবন্ধন কার্যক্রম শেষ করতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। রোববার কমিশনের অনানুষ্ঠানিক এক সভায় নতুন দল নিবন্ধন দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ওই সভায় ইসির শর্ট লিস্টে থাকা ১২টি দলের মাঠ পর্যায়ের প্রতিবেদন যাচাই-বাছাই করার জন্য উপকমিটি গঠনের কথা বলা হয়েছে। ওই প্রক্রিয়ায় চলতি মাসে নিবন্ধন কার্যক্রম শেষ করা যাবে না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও নির্বাচন কমিশনের রোডম্যাপে জুনের মধ্যে নতুন দল নিবন্ধনের সময়সূচি রয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, নতুন দল নিবন্ধনের বিষয়ে কমিশন অনানুষ্ঠানিক বৈঠক করেছে। এতে কোন দলকে নিবন্ধন দেওয়া হবে, কোন দলকে দেওয়া হবে না-সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আরও পর্যালোচনা করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুনের মধ্যে এ কাজ করা সম্ভব হবে না। কারণ, সামনে ঈদের ছুটি রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে নিবন্ধন পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় ১২টি দল রয়েছে। সেগুলো হলো-এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)।

নিবন্ধন শর্ত অনুযায়ী, এসব রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের কার্যালয়ের তথ্য সংগ্রহ করেছে ইসি। ওই তথ্য নিয়ে বৈঠকে বসে কমিশন। প্রতিবেদনগুলো পর্যায়ক্রমে যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য উপকমিটি গঠনের নির্দেশ দেয় ইসি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT