সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

রাজশাহীতে বিএনপির ১৬ নেতা পড়ছেন কাটা

প্রকাশিত : ০৬:০৩ অপরাহ্ণ, ৬ জুন ২০২৩ মঙ্গলবার ১৪৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দলের সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের হাইকমান্ডে সুপারিশ পাঠানো হয়েছে।

রোববার রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্যসচিব মামুন অর রশিদ সাক্ষরিত সুপারিশপত্র বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

এই ১৬ জন বিএনপির নেতা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ১১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং পাঁচজন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে, তারা হলেনÑ রাজপাড়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বদিউজ্জামান বদি, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আবু বকর কিনু, শাহমখদুম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. টুটুল, শাহমখদুম থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী আব্দুস সোবহান লিটন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী বেলাল হোসেন, মহানগর যুবদলের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী রনি হোসেন রুহুল, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী নুরুজ্জামান টিটু, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী আলিফ আল মাহমুদ লুকেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল আমিন আজব এবং মতিহার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী আশরাফুল হাসান বাচ্চু।

এ ছাড়াও মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী মুসলিমা বেগম বেলী, মহানগর মহিলা দলের বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী আলতাফুন নেসা পুতুল, মহানগর মহিলা দলের এক নম্বর যুগ্ম সম্পাদক ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের সামসুন নাহার, মহানগর মহিলা দলের সহ-সভাপতি ও ২২, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহনাজ বেগম শিখা এবং মহানগর মহিলা দলের চার নম্বর যুগ্ম সম্পাদক ও ২৫, ২২৮ ও ২৯ নম্বর আয়েশা খাতুন মুক্তি।

সুপারিশপত্রে বলা হয়েছে, উপরোক্ত নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সবাই কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেহেতু উক্ত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হলো।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT