রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বান্ধবীকে নিয়ে গল্প করার জেরে কিশোর গ্যাংয়ের হামলায় ২ যুবক নিহত

প্রকাশিত : ০৬:২২ পূর্বাহ্ণ, ৯ মে ২০২৩ মঙ্গলবার ১৬৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ওই থানার বিটাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বান্ধবী নিয়ে কথা বলার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে।

নিহতরা হলেন- মাসুম (৩০) ও সজিব (২০)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় দুই তরুণ বিটাক মোড়ে এক বান্ধবীর সঙ্গে বসে গল্প করছিলেন। ওই সময় স্থানীয় কিছু বখাটে তাদেরকে গিয়ে উত্যক্ত করে। এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় বখাটেরা। একটু পর আরও কয়েকজন এসে সমঝোতার চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে ওই দুই যুবকের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে উপস্থিত কয়েকজন। পরে সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে সাগর নামে তাদের এক বন্ধু গুরুতর আহত অবস্থায় মাসুম ও সজিব ওরফে সবুজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে রাত আটটার দিকে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে দুই জনের মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

মাসুমের মা নাসরিন আক্তার জানান, বিটাক এলাকাতেই তাদের বাসা। সন্ধ্যায় বিদ্যুৎ না থাকায় বাসা থেকে বের হয় মাসুম। বাইরে থেকে একটু ঘুরে আসি বলে বের হয়ে এই হামলার শিকার হয়। তিনি হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। হাসপাতালের জরুরি বিভাগে

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুই যুবক এক বান্ধবীর সঙ্গে বসে গল্প করছিল। এদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরেই দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বর্ণনায় তারা জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি। হামলাকারিরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে ধারণা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT