ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা
প্রকাশিত : ০৫:৩৫ পূর্বাহ্ণ, ৮ মে ২০২৩ সোমবার ১৮১ বার পঠিত
								  
				
			
শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এক মাসেরও বেশি সময় থাকার পর ঢাকা ছেড়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
রোববার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, রোববার সকাল ৯টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হন শর্মিলা।দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
জানা গেছে, নিজের অসুস্থ মা ও শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে গত ২১ মার্চ ঢাকায় আসেন কোকোপত্নী।
গত কয়েকটি ঈদে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় আসেন শর্মিলা। তিনি দুই মেয়েকে নিয়ে বর্তমানে লন্ডনে থাকেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























