বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুড়ুলগাছিতে বজ্রপাতে মাঠেই পুড়লো পাকা ধান : কৃষকের মাথায় হাত

প্রকাশিত : ১০:৩১ পূর্বাহ্ণ, ১ মে ২০২৩ সোমবার ১১৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বজ্রপাতে শফিকুল নামের এক কৃষকের ১৫, কাটা জমির ধান পুড়ে গেছে। রোববার বিকালে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছির পশ্চিম পাড়া গ্রামে চিৎলা মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল রোববার বিকেলে ঝড় হাওয়া ও বৃষ্টি সাথে সাথে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। জীবনের মায়া ত্যাগ করে শত শত মানুষ মাঠে নিজ নিজ জমিতে পাকা ধান ঘোছাতে থাকে। হঠাৎ করে বিকাল সাড়ে ৫ টার দিকে কুড়ুলগাছির চিৎলা মাঠের মাঝ খানে বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে এলাকায় কালো ধুয়ার সাথে বারদের গন্ধে মাঠ ভরে যায় এবং কুড়ুলগাছির পশ্চিমপাড়ার রমযানের ছেলে অসহায় কৃষক শফিকুলের একমাত্র একবছরের খাবারের অবলম্বন ১৫ কাটা জমিতে বজ্রপাত ঘটে এবং সঙ্গে সঙ্গে পাকা ধান পুড়ে ছায় হয়ে যায়।

খবর পেয়ে অসহায় কৃষক শফিকুল ছুটে যায় তার ধানের জমিতে গিয়ে দেখে সবধান পুড়ে ছায় হয়ে গিয়েছে, এঅবস্থা দেখে শফিকুল বলতে থাকে আমি ধার দিনা করে ধান চাষ করেছি এখন সারা বছর ছেলেমেয়ে ও পরিবারের বাবা মা দের খাওয়াবোকি করে। ধার দিনাইবা শোধ দিবো কি করে। শফিকুলের কান্নায় যেন মাঠ ভারি হয়ে উঠে।

কৃষক শফিকুল আরো বলেন, বিকালে বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। হঠাৎ কেউ একজন আমাকে খবর দেয় আমার ধানে বাজ পড়ে আগুন লেগেছে। আমি ও পরিবারের লোকজন মাঠে গিয়ে দেখি বেশিরভাগ ধান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর আগেই সব শেষ হয়ে গিয়েছে।।

এলাকাবাসী দৈনিক মাথাভাঙ্গা পত্রিকাকে জানান, শফিকুল একেমারে অসহায়, তার পরিবারের প্রতি সদয় দৃষ্টি দেবার জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সুধীমহল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT