বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতদিয়া লঞ্চঘাটে উপচেপড়া ভিড়

প্রকাশিত : ০৪:১৮ অপরাহ্ণ, ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার ১৪২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মাহে রমজানের শেষ দিনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখি যাত্রীরা লঞ্চে করে কোন ভোগান্তি ছাড়াই পরিবারের সঙ্গে বাড়ি ফিরছেন।

সরেজমিন শুক্রবার সকালে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট ঘুরে লঞ্চে যাত্রীদের ভিড় দেখা গেছে।

লঞ্চে নদী পার হওয়া যাত্রীরা অধিকাংশ ঢাকাফেরত।যাত্রীরা বলছেন, দৌলতদিয়ায় এখন কোন রকম ভোগান্তি নাই, ভোগান্তি ছাড়াই আমরা ঢাকা থেকে নিবিঘ্নে বাড়ি ফিরতে পারছি।

ঢাকাফেরত যাত্রী গামের্ন্টস কর্মী কামরুন নাহার বলেন, ঈদ উপলক্ষ্যে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মাগুরায় যাচ্ছি।ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত কোন রকম ভোগান্তি হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে দৌলতদিয়া ঘাট লঞ্চ মালিক সমিতির আরিচা কার্যালয়ের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, ঈদের আগের দিন ফেরি থেকে লঞ্চঘাটে যাত্রী অন্য দিনের চেয়ে অনেকটা বেশি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT