বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো ঈদের সাজে প্রস্তুত

প্রকাশিত : ০৫:৩৮ অপরাহ্ণ, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার ১১৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে নগরীর বিনোদন কেন্দ্রলো। চলছে শেষ মুহূর্তের ধোয়া-মোছা, রং করা, আলোকসজ্জার কাজ। এছাড়া নিরাপত্তামূলক ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে।

শনিবার বা রোববার ঈদের নামাজের পর শিশুদের নিয়ে অনেকে ছুটবেন শিশু পার্ক কিংবা চিড়িয়াখানায়। তরুণ-তরুণীরা ভিড় জমাবেন ফয়েস লেক, পতেঙ্গা সমুদ্র সৈকত, পারকি সমদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকত, স্বাধীনতা পার্ক, সী মারমেইড রেষ্ট্রুরেন্টসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে।

নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র কৃত্রিম জলাশয় ফয়’স লেকে গড়ে তোলা এমিউজমেন্ট পার্ক এবং সি ওয়ার্ল্ড। বিবর্ণ হয়ে পড়া বিভিন্ন রাইডগুলোতে চলছে সাজসজ্জার কাজ।

কনকর্ডের উপ-ব্যবস্থাপক (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ বলেন, এবার ঈদে দর্শনার্থীদের কাছে এমিউজমেন্ট পার্ক ও সি ওয়ার্ল্ডকে আকর্ষণীয় করতে নানান প্রস্তুতি চলছে। এবার পার্কে যুক্ত হচ্ছে মনোরম প্রাকৃতিক পরিবেশে খোলা স্থানে তাবু টানিয়ে রাত্রিযাপনের। এর নাম রাখা হয়েছে ফয়’স লেক বেস্ট ক্যাম্প। এই অফার থাকছে দুই দিন এক রাত তাঁবুতে কাটানো এবং বিভিন্ন রাইড উপভোগ। প্রতি তাঁবুতে দুজন করে থাকা যাবে। এখানে নিজস্ব^ নিরাপত্তা কর্মীর পাশাপাশি পুরো বিনোদন এলাকায় সিসিটিভির আওতায় রয়েছে।’

ঈদকে ঘিরে প্রস্তুতি চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত পতেঙ্গ সী-বিচে। এবার পতেঙ্গা সমুদ্র সৈকতে আসা দর্শনার্থীদের জন্য থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতি ঈদে পতেঙ্গা সমুদ্র সৈকতে দৈনিক অর্ধ লাখের বেশি দর্শনার্থীর আগমন ঘটে। এবারও আবহাওয়া অনুক‚লে থাকলে প্রতিবারের মত ৫০ হাজারের বেশি দর্শনার্থী আগমন ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এবার দর্শনার্থীরা বিশেষ আকর্ষণ হিসেবে দূর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখতে পাবে।

পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক ইসরাফিল মজুমদার বলেন, গত ঈদে দৈনিক অর্ধ লাখের মতো দর্শনার্থী পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছিল। গতবারের বিষয়টি মাথায় রেখে আমরা দর্শনার্থীদের নিরাপত্তায় প্রাথমিক ছক তৈরি করেছি। এবার পতেঙ্গা সমুদ্র সৈকতে আসা দর্শনার্থীদের জন্য থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে থাকবে ট্যুরিস্ট পুলিশের সাদা পোশাকধারী গোয়েন্দা টিম, সার্বক্ষণিক মাঠে থাকবে টহল টিম, সে সঙ্গে থাকবে ক্যুইক রেসপন্স টিম। ইভটিজিংসহ যেকোন অপরাধের খবর পাওয়া মাত্রই দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।’

ঈদকে ঘিরে প্রস্তুত নগরীর ফয়’স লেক এলাকায় অবস্থিত জেলা প্রশাসন পরিচালিত চট্টগ্রাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানাকে আকর্ষণীয় করতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।এ চিড়িয়াখানায় ৭৩ প্রজাতির ৬২০টি পশুপাখি রয়েছে। সম্প্রতি যুক্ত হয়েছে আরো বেশ কিছু পশু-পাখি।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন বলেন, ঈদে দর্শনার্থীদের নজর কাড়তে চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে। চলতি বছর চিড়িয়াখানায় যুক্ত হয়েছে এক জোড়া সিংহ, চার জোড়া ওয়াইল্ড বিস্ট, ম্যাকাও, ক্যাঙ্গারু ও লামা। এসব প্রাণী দর্শনার্থীদের নজর কাড়বে।’ শিশুদের জন্য চিড়িয়াখানায় পৃথক কিডস জোন রয়েছে। সেখানে দোলনাসহ বিভিন্ন রাইড রয়েছে।’

এদিকে ফুলে ফুলে সেজেছে নগরীর ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক সংলগ্ন ডিসি ফ্লাওয়ার পার্ক ও সী মারমেইড রেষ্ট্রুরেন্ট। ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের সাথে লাগুয়া দৃষ্টি নন্দন সী মারমেইড নামের এই রেষ্ট্রুরেন্টটি কয়েক বছর আগে গড়েন মীর আহম্মেদ খোকন নামের এক যুবক। এবারের ঈদে দর্শনার্থীদের জন্য রেষ্ট্রুরেন্টটিকে সাজিয়েছেন পার্কের আদলে। সী মারমেইড সমুদ্রের কাছাকাছি হওয়ায় নগরীর মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন এখানে। মীর আহম্মেদ খোকন বলেন, এবারো দর্শনার্থীদের নজর কাড়বেন সী মারমেইড রেষ্ট্রুরেন্ট।

অন্যদিকে ১৯৪ একর খাস জমি দখলমুক্ত করে ডিসি ফ্লাওয়ার পার্কটি কয়েক মাস আগে গড়ে তোলা হয়েছে। যেখানে শোভা পাচ্ছে শতাধিক রকমের ফুল। এবার ঈদে পার্কটি দর্শনার্থীদের কাছে বেশ নজর কাড়বে।

এছাড়াও প্রস্তুত নগরের পতেঙ্গা এলাকায় অবস্থিত প্রজাপতি পার্ক, কাজির দেউড়ি শিশু পার্ক, বহদ্দারহাট স্বাধীনতা পার্ক, আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক, আগ্রাবাদ জাতি তাত্তি¡ক জাদুঘর, জাম্ববুরি মাঠ, হালিশহর সাগর পাড়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT