মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সকালে চাপ থাকলেও পরে ফাঁকা
প্রকাশিত : ০৫:৩২ অপরাহ্ণ, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার ১২৫ বার পঠিত
ঈদের বাকি মাত্র তিনদিন। অথচ যানবাহনের চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটে।
সকালের দিকে ছোট যানবাহন ও মোটরসাইকেলের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ কমতে থাকে। ফলে কোন ধরনের ভোগান্তি ছাড়া নদী পাড় হয়ে বাড়ি যাচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষেরা।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া আরিচা ফেরি ঘাটে এমনিতে যানবাহন পাড়াপাড় অনেকটা কমে গেছে।
এরপর ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সবগুলো ঘাট সচল রাখা সহ দুই ঘাটে ছোট,বড় ২৭ ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যে কারনে যাত্রীরা ঘাটে আসা মাত্র নদী পাড় হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে।
এদিকে আগামীকাল ভোর ছয়টা থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত পচনশীল পণ্য ছাড়া সব ধরনের মালবাহী যানবাহন পাড়াপাড় বন্ধ রাখা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























