রাজশাহীতে আজও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস
প্রকাশিত : ১০:২১ অপরাহ্ণ, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার ১১৭ বার পঠিত
একদিন আগেই ৯ বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন পার করে রাজশাহী। আজও সে ধারা অব্যাহত। মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৩ শতাংশ।
রাজশাহী আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে।
এর আগের দিন সোমবার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবদুস সালাম জানান, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন অবস্থা আরও কয়েকদিন চলবে। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
তীব্র তাপপ্রবাহে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজশাহী অঞ্চল। বাতাসও গরম হয়ে উঠেছে। ঘর থেকে বের হলেই শরীর পুড়ে যাওয়ার অনুভূতি হচ্ছে। শুষ্ক আবহাওয়ার কারণে চোখ-মুখ-ঠোঁট শুকিয়ে যাচ্ছে। এমনকি চামড়াও ফেটে যাচ্ছে।
এদিকে তীব্র তাপপ্রবাহে সাধারণ খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। চরম কষ্টেও তারা কাজে বের হচ্ছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























