রাজধানীর ওয়ারিতে গভীর রাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
প্রকাশিত : ০৫:১৮ পূর্বাহ্ণ, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার ১০৯ বার পঠিত
রাজধানীর ওয়ারি পুলিশ ফাঁড়ির সামনে ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আশেপাশে পোশাক ও ইলেকট্রনিক্সের শোরুম রয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফরমার ব্লাস্ট হয়। সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























