বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি ও কৃষক অর্থনীতির মূল চালিকাশক্তি: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ১০:১৫ অপরাহ্ণ, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার ১৩৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডা. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে এই খাতে অভূর্তপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

সোমবার বগুড়া অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহা-পরিচালক খলিলুর রহমানের সভাপতিত্বে একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই স্বাধীনতার পরই তিনি দেশের কৃষিখাতের উন্নয়নে নানামুখি পরিকল্পনা করেন। বর্তমানে তাঁরই সুযোগ্যকন্যা সেই পথ অনুসরণ করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন। সভায় কৃষি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় বগুড়া-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, শাজাহানপুর-গাবতলী আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, কাহাল-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সাখাওয়াত হোসেন, কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন প্রমূখ বক্তব্য দেন। মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বগুড়া অঞ্চলের বিভিন্ন দপ্তরের কৃষি কর্মকর্তারা অংশ নেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT