বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না: আইজিপি

প্রকাশিত : ১০:১৩ অপরাহ্ণ, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার ১২৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঈদুল ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নসিমন, ভটভটি ইত্যাদি যানবাহনের চলাচল বন্ধ থাকবে।

সোমবার পুলিশ সদর দপ্তরে ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল প্রসঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় আইজিপি বাসের ছাদ এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করার জন্য মালিক ও শ্রমিক নেতাদের অনুরোধ করেন। জবাবে নেতারা পুলিশকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই মিলে একযোগে কাজ করলে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। এ সময় যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

আইজিপি বলেন, ইদানিং বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। এক্ষেত্রে মার্কেট কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT