বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসী বাংলাদেশির পরিসংখ্যান নেই বিবিএসের প্রতিবেদনে

প্রকাশিত : ১০:২৩ অপরাহ্ণ, ৯ এপ্রিল ২০২৩ রবিবার ১২৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দেশে মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সমন্বয়কৃত জনশুমারি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রোববার এক সংবাদ সম্মলেনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে জরিপের কোনো পর্যায়েই প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের তথ্যও জানানো হয়নি।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারোর (বিএমইটি) ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী- এক কোটি ২৮ লাখ তিন হাজার ১৮৪ জন বাংলাদেশি কাজের জন্য বিদেশে অভিবাসন নিয়েছে। এর বাইরে শিক্ষা ও প্রশিক্ষণেও অনেকে দেশের বাইরে রয়েছেন। বড় এই সংখ্যাকে জরিপের প্রাথমিক প্রতিবেদন, যাচাই প্রতিবেদন ও সমমন্বয়কৃত প্রতিবেদনের কোথাও প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিবিএসের মহাপরিচালক জানান, এ বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জরিপের পরবর্তী প্রতিবেদনগুলোতে তা প্রকাশ করা হবে। ৩০টির মতো প্রতিবেদন প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী ও বিদেশিদের তথ্য একই সঙ্গে প্রকাশ করা খুব কঠিন ছিল না। এই তথ্যগুলো প্রতিবেদনে থাকা উচিত ছিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT