বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তিন কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

প্রকাশিত : ১০:২১ অপরাহ্ণ, ৯ এপ্রিল ২০২৩ রবিবার ১২০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তিন জেলার তিন উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ রয়েছে। এরই মধ্যে কমিশন ওই তিন উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম শিগগির ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবেন।

অভিযুক্ত তিনজন হলেন-পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকতা আহসান হাবিব, বরিশালের উজিরপুর কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিরুল ইসলাম এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা: বিপাশা খাতুন।

জানা গেছে, কৃষি কর্মকর্তা আহসান হাবিবের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬/৪৬৮/৪৭ ধারা, জাহিরুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/ ৮৬৯/৮৬৮/৮৯১ ধারা এবং বিপাশা খাতুনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। যা শাস্তিযোগ্য অপরাধ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT