এবার বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন
প্রকাশিত : ১০:১৮ পূর্বাহ্ণ, ৮ এপ্রিল ২০২৩ শনিবার ১৪২ বার পঠিত
সপ্তাহ যেতে না যেতেই আবারও আগুনের ঘটনা ঘটেছে ফুলবাড়িয়া এলাকায়। এবার আগুন লেগেছে বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায়। নিয়ন্ত্রণে কাজ করেছে ১০টি ইউনিট।
শনিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম।
কন্ট্রোলরুমে দায়িত্বরত রাসেল ফারুক জানান, খবর পেয়ে ১ মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি আরও বলেন, ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এর আগে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া পাঁচটি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে যায়। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গবাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগল। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























