বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইবি শিক্ষার্থীকে বৈধ সিট থেকে নামানোর ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত : ০৯:১৬ পূর্বাহ্ণ, ৩ এপ্রিল ২০২৩ সোমবার ১৭৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে আবাসিক কক্ষ থেকে জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। রবিবার (২ এপ্রিল) হল প্রভোস্ট প্রফেসর ড. ওবায়দুল ইসলাম ও সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে, গত ৩০ মার্চ লালন শাহ হলে সংগঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভেগী আবাসিক শিক্ষার্থী মাহাদি হাসান-এর লিখিত অভিযোগের তদন্ত করে যথাযথ তথ্য উদ্ঘাটন ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হলের আবাসিক শিক্ষক প্রফেসর ড. হেলাল উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও হলের আবাসিক শিক্ষক ড. পার্থ সারথি লস্কর এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শরিফুল ইসলাম। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক প্রফেসর ড. হেলাল উদ্দিন বলেন, চিঠি এখনো হাতে পাইনি। হাতে পেলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১লা এপ্রিল ‘আবাসিক কক্ষ থেকে জোরপূর্বক বের করে দেয়ার’ অভিযোগে প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী ছাত্র মাহাদী হাসান। সে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ও লালন শাহ্ হলের ৪২৮ নং কক্ষের আবাসিক ছাত্র। অভিযোগপত্রে তার নিরাপত্তা নিশ্চিত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা ধমক দিয়ে তার আবাসিক কক্ষ (৪২৮ নং) থেকে বাইরে ছুড়ে ফেলা জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যাওয়ার আদেশ দেয় বলে অভিযোগ ভুক্তভোগীর। এই ঘটনায় অভিযুক্তরা সকলেই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী বলে জানা গেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT