বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে স্থাপন করা হচ্ছে আরো একটি সোলার প্লান্ট

প্রকাশিত : ০৯:০৭ পূর্বাহ্ণ, ৩ এপ্রিল ২০২৩ সোমবার ১৭৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। যার উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট। ৮শত ৫০ একর জায়গা জুড়ে স্থাপিত এই কেন্দ্রে পানি বিদ্যুৎ ছাড়াও ২০১৯ সালে থেকে সোলার প্লান্ট এর মাধ্যমে উৎপাদন হচ্ছে ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ।

বর্তমানে এর সাথে ৭.৬ মেগাওয়াট এর আরো একটি সোলার প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে কতৃপক্ষ। নবায়ন যোগ্য জ্বালানী বাড়ানোর আওতায় এই ৭.৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্লান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে এর নির্মাণ শুরু হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উন্নয়ন কতৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে উৎপাদনে যাবে প্লান্টটি।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্টরা জানিয়েছে, এই প্লান্টের প্রতি কিলোওয়াটে উৎপাদন ব্যয় ধরা হয়েছে ৬ থেকে ৭ টাকা। যেখানে ৫শত ৫০ ওয়াট করে ১৪ হাজার নতুন প্যানেল স্থাপন করা হবে। এছাড়া বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তারা জানান।

এবিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সোলার প্লান্ট এর সহকারি প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানান, এই নতুন সোলার প্লান্টটি যেখানে স্থাপন হচ্ছে সেই জায়গাটি বিগত ৫০ থেকে ৫৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো।

সেই জায়গাতে ৭.৬ মেগাওয়াট এর এই সোলার বিদ্যুৎ কেন্দ্র করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। যেটা ইতিমধ্যে টেন্ডার আহবান হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার ফয়জু বারী জানান, এই ৭.৬ নতুন সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলে বিশেষ করে যখন দেশে বিদ্যুৎ এর চাহিদা অনেক বেড়ে যায় তখন ওইসময়টিতে বিদ্যুৎ এর ঘাটতি পূরণে এটি সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT