৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে ৮টা থেকে ২টা
প্রকাশিত : ১১:১৯ পূর্বাহ্ণ, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার ১২৫ বার পঠিত
আগামী এপ্রিল মাস থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। জানা গেছে, ৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। যেখানে এখন মেট্রোরেল চলাচল করছে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে ডিমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সবকয়টি (নয়টি) স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে।
তিনি বলেন, এছাড়া চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ট্রেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























