পিকনিকের বাস উল্টে নিহত ২
প্রকাশিত : ০৭:১৬ পূর্বাহ্ণ, ১৮ মার্চ ২০২৩ শনিবার ১১৩ বার পঠিত
রাঙামাটি সদরে একটি পিকনিকের বাস উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার সন্ধ্যায় শহরের মানিকছড়িতে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও বাসটির লোকজন জানান, বাসের সবাই চট্টগ্রামের ভাটিয়ারির ব্রিকস অ্যান্ড ক্লো ওয়ার্কস লিমিটেডের কর্মচারী। তারা সবাই পিকনিকে এসেছিলেন। ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
রাঙামাটির ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।