রাজধানীর টিসিবির গোডাউনে আগুন
প্রকাশিত : ১০:৫৬ পূর্বাহ্ণ, ৮ মার্চ ২০২৩ বুধবার ১৮২ বার পঠিত
রাজধানীর টিসিবির গোডাউনে আগুন লেগেছে। মঙ্গলবার মধ্যরাতে ফায়ার সার্ভিসের মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, রাত ১২টার দিকে (১১টা ৫৪ মিনিটে) তারা আগুন লাগার খবর পেয়েছে।
রাত ১২টা ৩মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও দুই ইউনিট এসে অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।
রাত সাড়ে ১২টার আগে তেজগাঁও টিসিবি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।