সোমবার ০৩ নভেম্বর ২০২৫, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ গণভোট ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াত ◈ শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা ◈ চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫০ বার, কমেছে কত বার? ◈ সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী ◈ ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু ◈ জামায়াত নিষিদ্ধে আলালের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম ◈ বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী ◈ জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব ◈ নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

‘নির্যাতনে নয় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ব্যবসায়ী রবিউল’

প্রকাশিত : ০৭:২২ পূর্বাহ্ণ, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার ১৬৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশের নির্যাতনে ব্যবসায়ী রবিউল ইসলাম (৪৫) মারা যায়নি। তদন্ত কমিটির প্রকাশিত প্রতিবেদনে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে নিশ্চিত হয়েছে। তবে দায়িত্বে অবহেলার কারণে ওই থানার ওসিকে ক্লোজ এবং দুই এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

সাংবাদিকদের তিনি জানান, অনলাইনে জুয়া খেলার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পেয়ারা বাগান এলাকা থেকে সুতা ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করে। ১৮ জানুয়ারি রাতে থানা থেকে তাকে ছেড়ে দিলে বাসায় ফেরার পথে ঢাকা-বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় রবিউল গুরুত্বর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান।

তিনি জানান, এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাত ট্রাক ও চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তিনি আরও জানান, তদন্ত কমিটি ৮৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। এছাড়া ভিকটিমের পরিবারসহ সংশ্লিষ্টদের বক্তব্যও নেওয়া তদন্ত কমিটি। হাসপাতালের চিকিৎসকও মৃত্যুর কারণ দুর্ঘটনাজনিত বলে উল্লেখ করেন। প্রাথমিক তদন্ত শেষে কমিটি তদন্ত করে পর্যবেক্ষণসহ একটি সুপারিশ প্রদান করে। সুপারিশে ওই ব্যবসায়ী রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে উল্লেখ করেছেন। তবে একজন আটক ব্যক্তিকে থানা থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নেওয়া হয়নি। থানার সিসি ক্যামেরাও অকেজো ছিল। আটক ব্যক্তিকে রাতে বাসায় পৌঁছে দেওয়া উচিত ছিল। এসব ক্ষেত্রে থানার ওসির দায়িত্বে অবহেলা ও গাফিলতি রয়েছে। যার কারণে ওসি আব্দুল মালেক খসরুকে ক্লোজ ও এএসআই মাহবুবুর রহমান এবং নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তবে এ বিষয়টি এখনো তদন্তনাধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে পুলিশের কারো কোনো গাফিলতি বা কর্তব্যকাজে অবহেলা থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। থানার ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপি বরাবর সুপারিশসহ পত্র প্রেরণ করা হয়েছে।

ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় পুলিশের ওপর হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ যে দুটি মামলা দায়ের করেছিল সেগুলোও তদন্তনাধীন রয়েছে এবং অহেতুক কাউকে হয়রানি না করার বিষয়ে পুলিশের সতর্ক দৃষ্টি রয়েছে বলেও জানান পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT