সোমবার ০৩ নভেম্বর ২০২৫, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতার আতঙ্কে বাড়িছাড়া বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত : ০৫:৩০ অপরাহ্ণ, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার ১৭০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পিরোজপুরের মঠবাড়িয়ার আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার রাতে উপজেলা যুবলীগের সহসভাপতি মো. আবুল কালাম মোল্লা বাদী হয়ে পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ূন কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০২ জনকে নামীয় এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

মামলায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলকেও আসামি করা হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল মামলাটি মিথ্যা ও গায়েবি দাবি করে বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণে বাধা দেওয়া স্বরূপ মামলাটি করা হয়েছে।

তিনি আরও বলেন, এ গায়েবি মামলার কারণে আমাদের নেতাকর্মীরা আজ বাড়িছাড়া। মামলা দিয়ে মঠবাড়িয়া বিএনপিকে দুর্বল করা যাবে না; বরং আরও শক্তিশালী হবে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার মামলা সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT