জনপ্রশাসনের বিদায়ী সচিব আলী আজম পিএসসির সদস্য
প্রকাশিত : ০৫:২৪ অপরাহ্ণ, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার ১৪৭ বার পঠিত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য করা হয়েছে।
আলী আজমকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
চাকরির মেয়াদ শেষে বুধবার অবসরে যাওয়ার কথা ছিল আলী আজমের। নতুন জনপ্রশাসন সচিব হিসেবে সোমবার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর নামও ঘোষণা করা হয়।
এরপর মঙ্গলবার এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে বিদায়ী সচিব আলী আজমকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে আসবে, সে সময় পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করতে পারবেন।
আলী আজম জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসার আগে শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























