রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় জাতীয় পার্টি

প্রকাশিত : ০৭:৩৪ পূর্বাহ্ণ, ৩১ অক্টোবর ২০২২ সোমবার ১৭৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দেওয়া চিঠির বিষয়টি জাতীয় সংসদের চলতি অধিবেশনে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। বর্তমান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে সরিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এ পদে বসানোর প্রস্তাবটি গত দুই মাসেও সুরাহা না হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার অধিবেশনে এ নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। একই সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব?্যাহিত দেওয়ার বিষয়টিও সংসদে তুলবে দলটি।

৩ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের স্থলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নাম স্পিকারের কাছে প্রস্তাব করে জাতীয় পার্টি। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি স্পিকার। রোববার দুপুরে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমকর্মীদের জানান মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘আমরা এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। আজ (রোববার) যেহেতু সংসদে শোকপ্রস্তাবের ওপর আলোচনা হবে, তাই এটি আজকের পর চিন্তা করব। আগামীকাল (সোমবার) জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করব।’ কী কারণে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি, তা জাতীয় পার্টি জানতে চাইবে বলেও জানান মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির সংসদীয় দলের ২৬ সদস্যের মধ্যে বৈঠকে ২১ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, তার ছেলে রাহগির আলমাহি এরশাদ, মসিউর রহমান রাঙ্গা, সেলিম ওসমান এবং রানা মোহাম্মদ আদেল বৈঠকে ছিলেন না। রওশন এরশাদ এবং সেলিম ওসমান ব্যাংককে চিকিৎসাধীন। রাহ্?গির আলমাহি এরশাদ আছেন ব্যাংককে অসুস্থ মায়ের পাশে। আদেল ঢাকার বাইরে রয়েছেন। জাতীয় পার্টির বৈঠকে না থাকলেও সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন মসিউর রহমান রাঙ্গা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT