বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. সায়েম

প্রকাশিত : ১০:৪২ অপরাহ্ণ, ১৪ জুন ২০২২ মঙ্গলবার ২২৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অর্থনীতিবিদ ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এ অর্থবছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জাকের পার্টির বনানী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় তিনি মঙ্গলবার দুপুরে এ কথা বলেন।

একইসঙ্গে বাজেটের সফল বাস্তবায়নে সুষম বণ্টন ও গুণগত ব্যয় নিশ্চিত করতে অর্থনৈতিক অঙ্গরাজ্য গঠনের প্রস্তাবও তুলে ধরেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার, রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুল প্রমুখ।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিনি ব্যাংকের প্রকৃত সুদের হার তিন শতাংশ বৃদ্ধির আহ্বান জানিয়ে ড. সায়েম বলেন, বাজেটে মূল্যস্ফীতির টার্গেট নির্ধারণ করা হয়েছে পাঁচ দশমিক ছয় শতাংশ, যা আমার দৃষ্টিতে অবাস্তব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মজুতদারদের সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ড. সায়েম বলেন, প্রস্তাবিত বাজেট অনুযায়ী প্রতি জেলা গড়ে বরাদ্দ পায় প্রায় ১০ হাজার কোটি টাকা। প্রশাসন বিকেন্দ্রীকরণ না করলে জনসাধারণকে মূল অর্থনৈতিক স্রোতধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। দেশে শিক্ষিত বেকারত্বের হার প্রায় ৪২ শতাংশ। কাজেই কর্মসংস্থানমুখী শিক্ষার ব্যাপক সম্প্রসারণ ঘটাতে হবে।

এ সময় পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবায়নে জাকের পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT