রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সমন্বয়ে ১৪ সদস্যের কমিটি

প্রকাশিত : ১০:৪১ অপরাহ্ণ, ৬ জুন ২০২২ সোমবার ১৯২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের জন্য ১৪ সদস্যের ‘মূল কমিটি’ গঠন করেছে সেতু বিভাগ।

রোববার সেতু বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া, কমিটিতে সেতু সচিব মঞ্জুর হোসেন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সেতু বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন)।

এই কমিটি সব উপ-কমিটি সমন্বয় করবে এবং উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে জানিয়েছে সেতু বিভাগ। এছাড়াও কমিটি চাইলে প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য এক ডজনেরও বেশি উপ-কমিটি গঠন করা হয়। বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু আগামী ২৫ জুন সকাল ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT