কুপিয়ে কলেজশিক্ষকের কবজি বিচ্ছিন্ন
প্রকাশিত : ০৫:১৯ অপরাহ্ণ, ৩১ মে ২০২২ মঙ্গলবার ২১৫ বার পঠিত
কুষ্টিয়া সদর উপজেলায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে কলেজশিক্ষকের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশগ্রাম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
তোফাজ্জেল হোসেন বাঁশগ্রামের বাসিন্দা। তিনি বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। ওই শিক্ষককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।