রবিবার ০২ নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ গণভোট ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াত ◈ শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা ◈ চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫০ বার, কমেছে কত বার? ◈ সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী ◈ ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু ◈ জামায়াত নিষিদ্ধে আলালের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম ◈ বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী ◈ জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব ◈ নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

‘পোলা নাই, জানলে বুইনডাও বাঁচবে না’

প্রকাশিত : ১০:১১ অপরাহ্ণ, ২৯ মে ২০২২ রবিবার ২৪৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঝালকাঠী সদর উপজেলার মানপাশা গ্রামের মনির হোসেন দুবাই থাকেন। তার স্ত্রী আখি আক্তার (৩০) ও দুই সন্তান আরাফাত (৯) এবং মরিয়ম (৩) মায়ের সঙ্গে বাড়িতেই থাকতেন। গত মঙ্গলবার আখি আক্তার ছেলে আরাফাত ও মেয়ে মরিয়মকে নিয়ে সাভার বেড়াতে গিয়েছিলেন ভাই আব্দুস সালামের বাসায়।

শনিবার যমুনা লাইনের বাসটিতে দুই সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন আখি আক্তার। দুর্ঘটনায় মারা গেছে তার ছেলে আরাফাত। একমাত্র ছেলে বেঁচে নেই তা জানানো হয়নি মা আখি আক্তারকে।

উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
আখি আক্তারের ভাই মো. সালেক কাঁদতে কাঁদতে বলেন, ‘পোলা নাই, হ্যা মোর বইনেরে জানাই নাই, জানলে বুইনডাও বাঁচবে না। ওআল্লা এই সর্বনাশ ক্যা অইলো।’

‘৫ মিনিট পরই বাস থেকে নেমে যেতাম’

ফরিদপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন উজিরপুরের শিকারপুরে মুন্ডুপাশা গ্রামের মাধব শীল (৫০)। ইচলাদী বাস স্টপেজ থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে ছিল যমুনা লাইন পরিবহনের বাসটি। সামনের সারির আসনে ছিলেন মাধব।

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, শিশুসহ নিহত
কিন্তু দ্রুত গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা খায় সড়কের পাশের একটি গাছে। দুমড়েমুচড়ে যায় বাস। ঘটনাস্থলে গুরুতর আহত হন মাধব। পরে বরিশালের শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওই দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন তার ছেলে অনীক শীল (১৮), চাচাত ভাই দিনেশ শীল (৫০) ও তার ছেলে সুদিপ্ত শীল (১৫), মনোরঞ্জন শীল (৪৫) এবং বিলাস চন্দ্র শীল (১৫)। অক্ষত অবস্থায় বেঁচে যাওয়া সুদীপ্ত শীল ও বিলাস চন্দ্র শীল এসব তথ্য জানান।

সুদীপ্ত শীল বলেন, ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার জন্য আমরা শনিবার রাত সাড়ে ৩টার দিকে মাদারীপুরের টেকেরহাট স্টেশন থেকে যমুনা লাইন পরিবহনের বাসটিতে উঠি। দুর্ঘটনার সময় সবাই ছিলাম ঘুমের ঘোরে। পাঁচ মিনিট পরই বাস থেকে নেমে যেতাম।

বিলাস বলেন, আমি পুরোপুরি ঘুমেই ছিলাম। হঠাৎ ঝাঁকুনিতে আমার ঘুম ভাঙে। বাসটা মনে হয় একটা পাক খেল। তারপর বাসের সিট আমার আর সুদীপ্তর ওপর এসে পড়ে। জেঠামশাই (মাধব শীল) ছিলেন সামনের দিকে। তাকে খুঁজে পাই মারাত্মক রক্তাক্ত অবস্থায়। তাকে আমরা টেনে বের করি। পরে হাসপাতালে আনার পর তিনি মারা যান।

দুর্ঘটনায় দুমড়মেুচড়ে গেছে বাস
স্বামী হারিয়ে পাগলপ্রায় মাধব শীলের স্ত্রী মঞ্জু শীল (৪০)। হাসপতালের বারান্দায় আহাজারি করতে করতে মঞ্জু শীল বলেন, ‘ছেলে নিয়ে গেছিলো ধর্মীয় কাজে, ভগবান তুমি আমার এ কী সর্বনাশ করলা! আমি এহন কী নিয়া বাঁচমু।’

ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী যমুনা লাইন পরিবহনের বাসটি রোববার ভোর সাড়ে ৫টায় বরিশালে উজিরপুর উপজেলার সানুহার এলাকায় নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় এ পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। আহত ২৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT