রবিবার ১৯ অক্টোবর ২০২৫, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

৪০ দিনে ২৬৬টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ

প্রকাশিত : ০৭:১৩ অপরাহ্ণ, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১৪৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গত ২৮ অক্টোবর থেকে আজ বুধবার পর্যন্ত বিগত ৪০ দিনে বিএনপি জামায়াতের ডাকা অবরোধ-হরতাল চলাকালে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৬৬টি যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঢাকাসহ সারাদেশে দুর্বৃত্তরা ১২টি যানবাহনে আগুন দিয়েছে।

এরমধ্যে ঢাকা সিটিতে ৬টি, গাজীপুরে ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৬টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক ও ৩টি পিকআপ ক্ষতিগ্রস্থ হয়। এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট ও ১০৫ জন জনবল কাজ করে।

আজ বৃহস্পতিবার লাইফ সেভিং ফোর্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাসসকে জানান, এছাড়া আজ বৃহস্পতিবার দেড়টার দিকে রাজধানীর শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে তরঙ্গ প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে গিয়ে ১টা ৫২ মিনিটে অগ্নিনির্বাপণ করতে সক্ষম হয়।

বুধবার সকাল সোয়া ৬ টায় গাজীপুরের শ্রীপুর বাজারে ১টি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা, একই দিন সকাল সাড়ে ৮টায় নগরীর খিলগাঁও তালতলায় ১টি অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, বেলা পৌণে ১১টায় গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর বাজারে ১টি কাভার্ড ভ্যানে, বিকেল ৫টার দিকে রাজধানীর খিলগাঁও এর মানিকনগর চৌরাস্তায় ৩টি বাসে, সন্ধ্যা রাত ৮ টার দিকে উত্তর বাড্ডার প্রগতি সরণিতে ১টি বাসে, রাত সাড়ে ৯টায় সিরাজগঞ্জ শাহজাদপুর টোটিয়াকান্দায় ১টি পিকআপে এবং রাত সাড়ে ১১ টায় চট্টগ্রামের কালুরঘাটে সিএমবি মোডে ১টি বাসে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত।

এছাড়া বুধবার দিবাগত রাত ১২টার দিকে আগারগাঁও এডিবি ব্যাংকের সামনে ১টি ট্রাকে, একই রাত সোয় ৩ টায় ফেনীর ছাগলনাইয়ায় রেজুমিয়া ব্রীজে ১টি কাভার্ড ভ্যানে, রাত ৪টার দিকে চট্টগ্রামের কালুরঘাটে সিএমবি মোড়ে ১টি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসস

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT