বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

২ টাকার সবজি বাজার

প্রকাশিত : ০৫:০৭ পূর্বাহ্ণ, ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার ১২৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কুড়িগ্রামে নিম্ন মধ্যবিত্তদের জন্য চালু হলো ২ টাকার সবজি বাজার। ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্রদের জন্য এ বিশেষ সবজি বাজার চালু করেছে।

বুধবার বিকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে আনুষ্ঠানিক ভাবে এ বাজার চালু করা হয়। যা ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

উদ্বোধনী দিনে দেড় শতাধিক শারীরিক প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে এক কেজি আলু, বেগুন, একটি করে মিস্টি কুমড়া, লাউ ও ডিম দেওয়া হয়। ২ টাকার বিনিময়ে প্রায় দেড়শত টাকার সবজি পেয়ে সবাই খুশি।

ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, ‘তার এই কর্মসূচিতে ঈদের পূর্ব পর্যন্ত ২ টাকার বিনিময়ে দরিদ্র মানুষ ডিমসহ ৫টি আইটেম কিনতে পারবে। প্রতিদিন দেড় থেকে দুইশ মানুষের মাঝে বিতরণ করা হবে। এ সবজি বাজারে ২ টাকা নেওয়া হয় কারণ এটা রিলিফ নয় অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করা। এটি দয়া বা করুণা নয় এটা তাদের অধিকার।’

উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সফি খান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ইউসুফ আলমগীর, ওয়াহিদুজ্জামান তুহিন, আমানুর রহমান খোকন, আব্দুল কাদের প্রমুখ।

২ টাকায় সবজি কিনতে আসা আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী বলেন, ‘সারাদিন ভিক্ষা করেও ২’শ টাকাও জোটে না। সেখানে মাত্র ২ টাকায় প্রায় দুই শত টাকার সবজি পেলাম। সঙ্গে একটা ডিম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এই মাসে ডিম খাইতে পারি নাই। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।’

কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, ‘ফুল সংগঠনের এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT