২ ঘণ্টা পর এলিফ্যান্ট রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত : ১০:১৬ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০২৩ সোমবার ১১৪ বার পঠিত
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি নয় তলা ভবনে লাগা আগুন প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এতে বেশ কয়েকটি কম্পিউটারের দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডের খবর পায়। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, ওই ভবনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর প্রথমে তিনটি এবং পরে একে একে মোট দশটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।