সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম ◈ সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন ◈ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ◈ ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান ◈ স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ◈ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল ◈ টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে ◈ মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি ◈ মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

২৩ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ?

প্রকাশিত : ০৬:১২ পূর্বাহ্ণ, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার ৭৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মাসখানেক ধরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা ব্যক্তিদের পদত্যাগের বিষয়টি আলোচনায় রয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে এই আলোচনায় আরও গতি আসে।

নতুন ছাত্র রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম—এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রায় কোনো দ্বিমত নেই। তবে দল ঘোষণার আগে বা পরপরই তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। সূত্র বলছে, আগামী ২৩ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তার পদত্যাগপত্র জমা দিতে পারেন। একই দিনে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হতে পারে।

অন্যদিকে, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলম আপাতত উপদেষ্টা পদে বহাল থাকবেন। নতুন দলের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাদের কোনো পদ দেওয়া হচ্ছে না। তারা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন পূর্ববর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী আগেই জানিয়েছিলেন, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা আসবে। প্রথমে দলের নাম এবং আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ঈদের পরে কাউন্সিলের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হবে। ইতোমধ্যেই পাঁচ লাখ মানুষের মতামত গ্রহণের কাজ শুরু হয়েছে।

দলটির সদস্য সচিব হিসেবে কার নাম ঘোষণা হবে তা নিয়ে এখনও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সম্ভাব্য নামগুলোর মধ্যে আছেন আক্তার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম এবং আলী আহসান জুনায়েদ। এছাড়া গুরুত্বপূর্ণ পদে থাকার সম্ভাবনা রয়েছে হাসনাত আব্দুল্লাহ, মনিরা শারমিন, মাহবুব আলম, এবং অনিক রায়ের।

সূত্রের আরও তথ্য অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির আগে বা পরেই নতুন দলের নাম ও আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এর পর নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে সরে এসে নতুন দলের নেতৃত্বে যুক্ত হবেন।

ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা এবং প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। নতুন দলের মাধ্যমে ছাত্র রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT