১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র
প্রকাশিত : ০৬:০২ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার ৩১ বার পঠিত
পার্বত্য জেলা বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান কেওক্রাডং ০১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খোলার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি ।
তিনি বলেন, ‘আমাদের আরও পর্যবেক্ষণ করা দরকার। খুলে দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকমের তথ্য কালেক্ট করতে হয়। বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স এখনো হাতে পায়নি।’
তিনি আরও বলেন, ‘ইতিবাচক সংবাদ পেলে আমরা গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানিয়ে দেব। এটা ০১ অক্টোবর হতে পারে বা তার আশপাশের অন্য কোনো দিনও হতে পারে।’
প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) মেঘলা পর্যটন কেন্দ্রে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, কেওক্রাডং পর্যটনকেন্দ্র ১ অক্টোবর খুলে দেওয়া হবে।
তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আপাতত তা স্থগিত করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।