১০ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ৪
প্রকাশিত : ০৯:০৩ অপরাহ্ণ, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার ১৫৮ বার পঠিত
নেত্রকোনার বারহাট্টায় বৃহস্পতিবার রাতে অবৈধভাবে ভারত থেকে আসা ১০ হাজার ১০০ কেজি চিনিসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি পিকআপ ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলো- নেত্রকোনার পুর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে খোকন মিয়া (৩৮), সদর উপজেলার মোবারকপুর (ধীতপুর) গ্রামের সোনা মিয়ার ছেলে জলিল মিয়া (৩১), বারহাট্টা উপজেলার ফকিরের বাজারের সন্তোষ করের ছেলে ভজন কর (৪৫) ও কর্নপুরের আব্দুল মালেকের ছেলে শফিকুল ইসলাম (২৬)। তাদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার বারহাট্টা দেউলী এলাকায়, কলমাকান্দা সীমান্ত সড়কসহ বারহাট্টা উপজেলার পৃথকস্থানে বৃহস্পতিবার রাতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। কলমাকান্দা সীমান্ত সড়ক সংলগ্ন বারহাট্টা উপজেলার উড়াদিঘী গ্রামের আকিল উদ্দিন ফকিরের মাজারের পাশ থেকে রাত সাড়ে ৮টার দিকে ৬ হাজার ৫০০ কেজি চিনিসহ একটি পিকআপ জব্দ এবং খোকন মিয়াকে গ্রেফতার করে বারহাট্টা থানা পুলিশ।
দেউলী-কলমাকান্দা সীমান্ত সড়ক সংলগ্ন বারহাট্টা উপজেলার বাউসী সেতু নিকটবর্তী এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ৩ হাজার কেজি চিনিসহ একটি পিকআপ জব্দ এবং জলিল মিয়াকে আটক করে বারহাট্টা থানা পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে বারহাট্টা উপজেলার বাইশদার এলাকা থেকে ৬০০ কেজি চিনিসহ একটি ইজিবাইক জব্দ করে ভজন কর ও শফিকুল ইসলামকে আটক করা হয়।
বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, মালামালের জব্দ মূল্য ১১ লাখ ১১ হাজার টাকা এবং আটক যানবাহনসহ মালামালের মূল্য প্রায় ১৬ লাখ ৬১ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি) ধারার বিধানমতে মামলা করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।